Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উপজেলা ভূমি অফিস, রূপসা, খুলনা
বিস্তারিত

১। খুলনা জেলার রূপসা উপজেলাটি নদীবেষ্টিত। এ উপজেলার নদী তীরবর্তী খাসজমিতে অনেক অবৈধ স্থাপনা রয়েছে। যার উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বর্তমান অর্থ বছরে আনুমানিক ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা প্রয়োজন।

২। সরকারী খাসজমি বিশেষত: নদী তীরবর্তী খাসজমি উদ্ধারে ক) খাসজমিতে অবৈধভাবে বসবাসকারীদের যাবতীয় তথ্য সম্বলিত তালিকা তৈরি করা খ) উচ্ছেদ মামলা রুজুপূর্বক উচ্ছেদ কার্যক্রম  চালানো যেতে পারে      গ) যে সকল ভূমিহীন পরিবার সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে তাদেরকে অন্যত্র পুনর্বাসন করা যেতে পারে যাতে পুনরায় তারা খাসজমিতে বসবাস না করে।

৩। এ সকল খাসজমি স্থায়ীভাবে সরকারের দখলে রাখার জন্য ক) গুচ্ছগ্রাম/ আশ্রয়ণ কেন্দ্র তৈরি করা যেতে পারে খ) হাট-বাজার প্রতিষ্ঠা করা যেতে পারে গ) জনকল্যাণে কোনো অফিস বা প্রতিষ্ঠান নির্মাণে বরাদ্দ দেওয়া যেতে পারে ঘ) একসনা ইজারা প্রদান করা যেতে পারে।